মৌলভীবাজার সংবাদদাতা.
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্যবসায়ীর আব্দুল মতিন খান (৬৮) গাছে বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা বলতে পারছে না পুলিশ ও নিহতের পরিবার।
শনিবার (২ এপ্রিল ) শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুরপাড়ে গাছের সাথে গলায় বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজনগর সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মনু খানের বাড়ির পুকুরের পশ্চিম-উত্তর কোণে একটি মৃতদেহ গাছের সাথে বাঁধা দেখতে পেয়ে কয়েকজন এগিয়ে যান। সেখানে গিয়ে তারা নিহতের গলায় লাইলনের রশি লাগিয়ে ছোট একটি গাছের সাথে গলা বাঁধা দেখতে পান। এসময় তার হাটু গাড়া ও বাম হাত গাছের সাথে জড়িয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। পাশেই তার পায়ের জুতা, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে থাকতে দেখে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে খবর পেয়ে সিআইডি ও পিবিআই পুলিশ ঘটনাস্থলে মৃতদেহের পাশ থেকে আলামত সংগ্রহ করেন।
নিহতের ভাই মুজিবুর রহমান খান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল মতিন খান মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন বাসায় তাকে দেখা করতে বলেন। সেখানে গেলে ঘর ভাড়ার টাকা দিতে চাইলে মুজিবুর রহমান খান তা না নিয়ে তাকে বাড়িতে যেতে অনুরোধ করেন। কিন্তু আব্দুল মতিন খান তাতে রাজি না হয়ে রাতে সিলেটের বাসায় চলে যাবেন বলে জানান। পরদিন সকালে মুজিব খান জানতে পারেন বাড়ির পাশে তার মৃতদেহ পুকুর পাড়ে গাছের সাথে বাঁধা রয়েছে।
এব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে তদন্ত চলছে দ্রæত রহস্য উদঘাটন হবে।