মৌলভীবাজার সুবিধা বঞ্চিত মাদরাসার ছাত্রদের কে ইফতার করালো সদর উপজেলা যুব কল্যাণ সংস্থা 

  • পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে, সদর উপজেলা যুব কল্যান সংস্হার উদ্যোগে, জেলা যুব কল্যান সংস্হা মৌলভীবাজার এর  সাথে জড়িত দেশ বিদেশ সকল জিন্দা এবং মোরদেগানের জন্য খতমে কুরআন ও মিলাদ মাহফিলের  মধ্যদিয়ে অজপাড়া গাঁয়ে একটি সুবিধা বঞ্চিত মাদরাসার ছাত্র শিক্ষকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা করেছে। ৮ এপ্রিল ( রোজ শুক্রবার )  সদর উপজেলা আখাইলকুড়া ইউনিয়ন  পাড়াশিমইল গ্রামে হযরত শাহ্ জালাল (র:) এতিম খানা হাফিজিয়া মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  • এসময় উপস্হিত ছিলেন, জেলা কমিটির, প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজকর্মী ও দক্ষ্য সংগঠক আলিম উদ্দিন হালিম, সহ-সভাপতি, মোঃ ইকবাল, যুগ্ন-সম্পাদক, ফয়সল আহমদ,অর্থ সম্পাদক, জহিরুল ইসলাম নুবেল, ক্রীয়া সম্পাদক, মোঃ সালাউদ্দিন, কার্যকরি সদস্য, মিলাদ আহমদ, স্বায়ী কমিটির সদস্য , শাহিন আহমদ, মাম্মদ মিয়া, সদর উপজেলা আয়োজক কমিটির, সভাপতি, মোঃ ওলিউল ইসলাম নিজাম, সাধারন সম্পাদক, মোঃ জুবেদ , সহ সভাপতি, হামিদুল ইসলাম নিপু, সহ সাংগঠনিক সম্পাদক, টিপু আহমদ, উপদেষ্টা, মোঃ জাহাঙ্গীর আলম, জাহেদুল ইসলাম পাপ্পু,
  • অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কমিটির, প্রধান উপদেষ্টা, জুয়েল আহমদ, সাধারন সম্পাদক, মোস্তাকিন আহমদ, নব-গঠিত সরকারি কলেজ কমিটির, সভাপতি, শেখ হেলাল আহমদ, সাধারন সম্পাদক, নুরুল আমিন রাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক, জামিল আহমদ,
  • মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার, সভাপতি,সুমন আহমদ, সাধারন সম্পাদক, সুমেল আহমদ, জগৎসী কলেজ কমিটির , সভাপতি, সুহেব আহমদ,
  • সাধারন সম্পাদক, সামাউন আল-ফারদিন (উৎসব) প্রমূখ।
  • সংস্হাটি মূলত মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদে ভিবিন্ন সময় জন-সচেতনামূলক নানা আয়োজনে ভিবিন্ন স্হানে ভিন্ন ভিন্ন ভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে বড় পরিষরে, সাথে সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে মানবিকও কিছু কাজ করে আসছে শুরু সঘ্ন থেকে,  যেমন মাদরাসার ছাত্র শিক্ষক, পথ শিশু ও ভিক্ষুকদের কে নিয়ে।
শেয়ার করুন