সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্রদের মধ্যে মাত্র ১০ টাকা মূল্যে ইফতার বিক্রয় করেছে ‘ফুড ব্যাংকিং টিম গোবিন্দগঞ্জ’।
গতকাল বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টেস্থ ‘বীর মুক্তিযোদ্ধা চত্ত্বর’ এলাকায় ৭০ জন দরিদ্রের মধ্যে এসব ইফতার সামগ্রী বিক্রয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুড ব্যংকিং টিমের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ, সদস্য রবিউল, আবির, ছাব্বির, তৈয়বুর, রুবেল, রায়হান, কাওছার, আলী, আল আমিন প্রমুখ।
টিমের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেন, আমরা প্রথম ধাপে ক্ষুদ্র আকারে উদ্যোগটি নিয়েছি। আমরা ৭০ জন হতদরিদ্র মানুষের হাতে অল্পমূল্যে ইফতারি তুলে দিতে পেরেছি। পবিত্র মাহে রমজান মাসে আমরা আরও ৩ দিন এভাবে ১০ টাকায় ইফতার বিক্রয় করব।