জালালাবাদ খেলাধুলাঃ
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে “বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২”। উক্ত টুর্নামেন্ট জেলার ৭ টি উপজেলার ৮ টি দল নিয়ে নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। কোয়াব কুলাউড়ার প্রথম ম্যাচ ১৯ মে, কোয়াব রাজনগরের সাথে। উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে গত আসরের রানার্স-আপ দল কুলাউড়া উপজেলা।
আয়োজনের নিয়ম অনুযায়ী কুলাউড়া উপজেলাও অংশ নিচ্ছে উক্ত টুর্নামেন্টে। নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে কোয়াব কুলাউড়ার দল ইতিমধ্যে চুড়ান্ত করা হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
নাম প্রকাশ না করার শর্তে কোয়াব কুলাউড়ার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, টিমে জায়গা করে নিয়েছেন ১০নং হাজীপুর ইউনিয়নের ৩ জন ক্রিকেটার। তারা হলেন, জাকির হোসেন, সুমন মালাকার এবং আবু বক্কর শাহ। উল্লেখ করা আবশ্যক, জাকির এবং সুমন অতীতের টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করলেও তরুন আবু বক্কর শাহ হাজীপুর থেকে প্রথম বারের মত উপজেলা দলে ডাক পাচ্ছেন।
হাজীপুরের ক্রিকেটারদের এমন চমক জাগানিয়া খবরে হাজীপুরের ক্রিকেট মহলে বইছে আনন্দের বন্যা। বিশেষ করে প্রথম বারের মত ‘আবু বক্কর শাহ’ উপজেলা দলে জায়গা করে নেওয়ায় ক্রিকেট মহলে আনন্দের বাড়তি মাত্রা যোগ হয়েছে। ক্রিকেট সংশ্লিষ্টরা জানাচ্ছেন শুভেচ্ছা ও শুভ কামনা।
হাজীপুর ইউনিয়নের ক্রিকেটারদের সংগঠন, ” হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্স”র ভারপ্রাপ্ত সভাপতি সিতাংশু শেখর ভট্টাচার্য সিতু- ক্রিকেটার্সের সকল সদস্যেদের পক্ষ থেকে জানিয়েছেন অগ্রীম শুভেচ্ছা এবং অফুরন্ত শুভ কামনা, তারা যেন তাদের খেলার মাধ্যমে ইউনিয়নের জন্য সুনাম বয়ে আনতে পারে।
১৫ই মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সবকটি ম্যাচ লাইভ সম্প্রচার করবে “কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার”।