বিলেতের মাটিতে বাঙ্গালীয়ানা || সম্পন্ন হলো বাঙ্গালীর ঐতিহ্য “বৈশাখী উৎসব ও পিঠা মেলা”

বিনোদন ডেস্কঃ

বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে বিলেতের বুকে, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার মহৎ উদ্যোগ নিয়ে আয়োজন করা হয় “বৈশাখী উৎসব ও পিঠা মেলা”। ৮ মে, রবিবার, পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্র ব্রাডি আর্টস সেন্টারে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য মেলার। মেলায় অংশ নিতে ক্যামব্রিজ, নটিংহ্যাম, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, সোয়ানসি ও কেন্ট সহ লন্ডনের বিভিন্ন এলাকা থেকে উৎসাহী দর্শকরা স্ব-পরিবারে উপস্থিত ছিলেন। বাংলার ঐতিহ্য এই মেলায় বিদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী এই মেলা উপভোগ করেন ছোট বড় সকলেই। কিছুক্ষণের জন্য হলেও এই মেলা প্রাঙ্গন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

ইকরা বাংলা টেলিভশন এর উপস্থাপক ও দারুল উম্মাহ এর শিক্ষক মোহাম্মদ আব্দুল বাসিত এর সু-মধুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। পিঠা-পুলি, ইলিস-পান্তা, চটপটি-ফুছকা, ঢাকাই বিরিয়ানি, তেহারি , শাড়ি, চুড়ি, গয়না ও পেন্সিল ইউকে এর বুক ষ্টলে ছিল উপচে পড়া ভিড়। মেলায় শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ‘বৈশাখ, বাংলা নববর্ষ ও বাংলাদেশ’ এই বিষয়ে ৩৫ জন শিশু প্রতিযোগী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় ৮ বছর বয়সী সামিরা খান প্রথম, রওনাক খান দ্বিতীয়, আনিশা তৃতীয়, পূর্ণ মাহবুব খান চতুর্থ এবং আদিল পঞ্চম স্থান অর্জন করে। আয়োজকদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আহবাব হোসেন খান বাপ্পি, আজিম উদ্দিন, এজাজুল হক, ব্যারিস্টার মিজানূর রহমান, পিয়ার মাহমুদ খান, সাইদুর আহমেদ রাইহান, মীর আজম, শাহজালাল মোহাম্মদ, তৌহিদুল করিম মুজাহিদ এবং মোহাম্মদ জহিরুল ইসলাম শাহীন।

বাংলা কমিউনিটির প্রায় সব পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার ইনফ্ল্যান্সাররা এই মেলায় অংশ গ্রহণ করেন। তাদের পদচারণায় মেলা প্রাঙ্গন ছিল মুখরিত। মিডিয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখ যোগ্য ছিলেন।
ATN বাংলা ইউকে এর চেয়ারম্যান, হাফিজ আলম বাক্স, বার্তা সম্পাদক মোস্তাক বাবুল, iON টিভির CEO আত্মউল্লাহ ফারুক, Channel S tevevision এর চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, সাংবাদিক রেজাউল করিম মৃধা, সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক নাহাস পাশা, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক ও বর্তমান প্রেস ক্লাব এর সহকারী সেক্রেটারি তিসির মাহমুদ, রানার টিভি এর কর্ণধার আ স ম মাসুম, ২এ নিউস এর আব্দুল হান্নান , লন্ডন বাংলা ভয়েস এর জাকির হোসাইন, বিলেত টিভির শাহিন খান, ব্লগার এ এম সি রুমেল, সিলেট লন্ডনের আতিক আহমদ, বিঅন টিভির রিপন চৌধুরী, ইকরা বাংলা টেলিভশন এর মোস্তফা জামান চৌধুরী নিপুন , প্রেস ক্লাব ইউকে এর এক্সেকিউটিভ মেম্বার নাজমুল হোসাইন, পেন্সিল ইউকে এর এডমিন কানিজ ফাতেমা টুশি, বিশিষ্ট লেখিকা আমিনা তাবাসুম, লেখক আরিফুর রাহমান, ঢাকা ইউনিভার্সিটি এলুমিনি ইউকে এর প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, FCCA, ব্লগের সারওয়ার ও মারিয়া সহ আরো অনেকে।

“ফ্রেন্ডস ক্লাব ইউকে” এর বন্ধু দের মধ্যে উপস্থিত ছিল কামাল আহমদ সিদ্দিকি, বুলন আহমদ, জাবেদ কাদরি, আব্দুল মান্নান, সালেহ আহমদ, নাসির উদ্দিন, কবির কিবরিয়া, কয়েছ চৌধুরী, শরিফুল খান তপু, নিপ্পন খান, নজরুল ইসলাম খান, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, তনয়া তাবাসুম রসুল, নাছিম আহমদ, তানভির খান, আনিছ, ফরহাদ আহমদ, নিপা, তাজ উদ্দিন, ইউনুস আহমদ, শরিফ আহমদ, বিতি, রিতা মল্লিক, শাহিনা আফরুজ, নুর পারভিন ও লিপি বেগম। দূর দূরান্ত থেকে দেশে তারা এই অনুষ্টান কে সাফল্য মন্ডিত করেন। “ফ্রেন্ডস ক্লাব ইউকে” এর পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়.।

এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রুমানা লিজা উপস্থাপনায়, এতে ভাওয়াইয়া গান পরিবেশন করেন রৌশন জাহান সিমি, নৃত্য পরিবেশন করেন সেলিনা আক্তার সুমি ও সংগীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, শিবলু, শতাব্দী রায়, প্রীতম, রাসেল সহ স্থানীয় শিশু শিল্পীরা। গানে গানে তারা পুরো অনুষ্ঠান জুড়ে দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের শেষে রাফেল ড্র বিজয়ীদের মাঝে আকৰ্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

মেলার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ইউকে, ইভেন্ট পার্টনার আই অন টিভি ও সোশ্যাল পার্টনার টিভি ওয়ান। যাদের সহযোগিতা ছাড়া এই মেলা সফল করা সম্ভব হতো না, তারা হচ্ছেন আমাদের সম্মানিত স্পনসর বৃন্দ। মেলাটি স্পনসর করেছিলেন জে কে স্টাইল, হ্যারি উডস ডিফাইন স্পেইসেস, সোনারগাঁও রেস্টুরেন্ট,সিটি উড, এয়ার টিপস, সেরা বাজার, মোন ক্যাফে, ফোনস ফর ইউ, পিএস লন্ডন এক্সপ্রেস এবং মা মিডিয়া লিমিটেড। মেলায় স্পনসরদের মাঝে ট্রফি তুলে দেন এটিএন বাংলা ইউকের বার্তা সম্পাদক মোস্তাক বাবুল ও আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক।

আয়োজকরা মেলার বিপুল সাফল্যে সবাইকে ধন্যবাদ জানান ও আগামীতে আরো বড় পরিসরে এই মেলা আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফ্রেন্ডস ক্লাব ১৯৯৩ সালে বাংলাদেশে যাত্রা শুরু করলেও , “ফ্রেন্ডস ক্লাব ইউকে” এর ব্রিটেনে যাত্রা শুরু হয় ২০২০ সালে। মহামারী করোনা ভাইরাসের কারণে বৃহৎ ভাবে কোনো অনুষ্টান আয়োজন করা সম্ভব হয়নি বিগত দুই বছরে, তাই এ বছর বাংলা নববর্ষ কে সামনে রেখে উদ্যোক্তা রিপন পারভেজ ফ্রেন্ডস ক্লাব এর আরো দশ জন বন্ধু কে সাথে নিয়ে “ফ্রেন্ডস ক্লাব ইউকে” এর ব্যানারে আয়োজন করে “বৈশাখী উৎসব ও পিঠা মেলা”

(বিলেতে “বৈশাখী মেলা ও পিঠা উৎসব”র আয়োজন নিয়ে লিখাটি পাঠিয়েছেন বিলেতে বসবাসরত-আহবাব হোসেন খান বাপ্পি (বাপ্পি খান))

শেয়ার করুন