- বাসস, ঢাকাঃ
১০০০ (এক হাজার) টাকা মুল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি বাংলাদেশ ব্যাংক (বিবি)। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রিয় ব্যাংক।