এম.মুসলিম চৌধুরী,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের বড়লেখায় ৩৫০০ লিটার ভোজ্যতেল মজুদ রাখার দায়ে একটি প্রতিষ্টানকে ৫০হাজার টাকা জরিমানা ও প্রতিষ্টানটিকে সিলগালা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মে) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বড়লেখার বিভিন্ন প্রতিষ্টানে তদারকি ও অভিযান পরিচালনা করেন। এসময় একটি প্রতিষ্টানে ৩৫০০ লিটার ভোজ্যতেল মজুদ পাওয়ায় হাজীগঞ্জ বাজারের মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্টানটিকে সাময়িক সিলগালা করা হয়। এছাড়াও বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, এমরান ষ্টোরকে ২ হাজার জরিমানা করা হয়। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি, পাকা ভাউচার না দেওয়া, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্টানটিকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযানে র্যাব-৯ এর একটি টিম সহায়তা করে।