আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুর র্যাব-১৪ একটি বন্যপ্রাণি ‘তক্ষক’ উদ্ধার করেছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ঢাকা হাতিরঝিলের নয়াটোলার আশরাফুর করিমের ছেলে সিরাজুল করিম (৩৮) এবং শেরপুরের মির্জাপুর কান্দিপাড়ার শাহ মাহমুদের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
শনিবার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতির ঘাগড়া তেতুলতলা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র্যাব এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মুল্য ৩০ লাখ টাকা।
আটককৃতদের ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।