বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে বড় ভাইয়ের ঈদ উপহারের নতুন জুতো পড়ার জন্য পা ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু মিথিলা (৫) প্রাণ হায়। ১৪ মে (শনিবার) সন্ধ্যা সারে ৬টায় উপজেলার উত্তর বেতাগী গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রবিবার (১৫ মে) সকালে পার্শ্ববর্তী উত্তর বেতাগী সিকদার বাড়ী জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
মিথিলা ঐ গ্রামের বাসিন্দা মোঃ বজলু তালুকদার এবং তাছলিমা বেগমের মেয়ে। মায়ের সাথে ছাগল ছানা নিয়ে খেলা করছিলেন মিথিলা, এক পর্যায় মা ছাগল ছানাকে দুধ খাওয়াতে ব্যাস্ত হয়ে পড়লে বড় ভাই মিরাজ তালুকদারের দেওয়া ঈদ উপহারের নতুন জুতা নিয়ে ঘড়ের পাশের পুকুরের ঘাটে পা ধুতে নামে শিশু মিথিলা। ছাগলের বাচ্ছাকে দুধ খাওয়ানোর শেষে মা তাছলিমা বেগম আশেপাশে মিথিলাকে না দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে বসতঘরের পিছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পুকুর থেকে তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রওণক জাহান জানান, শিশু মিথিলাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।