শ্রীমঙ্গল পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক-২

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ দু’জন আটক হয়েছে।

    মঙ্গলবার (১৭ মে) শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আশিদ্রোন ইউনিয়নের গাজিপুর গ্রাম থেকে ১১১পিছ ইয়াবাসহ মাদক কারবারি আব্দুলকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মোঃ আব্দুল গাজীপর গ্রামের নুর মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানা পুলিশের ওপর এক অভিযানে চার বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার “দ্যা প্যালেস” রিসোর্ট এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মো. নজরুল ইসলাম। সে মহাজিরাবাদ এলাকার গোফরান মিয়ার ছেলে। আটক নজরুল ইসলাম ৪বছরের সাজাপ্রাপ্ত হয়ে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, পৃথক অভিযানে আটক করা দুই আসামিকে আইনি প্রকৃয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন