-
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত পলাতক আসামি আটক হয়েছে। সোমবার (১৬ মে) মৌলভীবাজার মডেল থানা পুলিশ সদর থানার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত পলাতক ৪ আসামিকে আটক করে। আটককৃতরা হলেন, জগন্নাথপুরের আমরু মিয়ার ছেলে বিল্লাল মিয়া, সাবিয়া গ্রামের সফিকুর রহমানের ছেলে জয়নাল আহমেদ, নারাইনপাশার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল কাইয়ুম, বড়কাপন একাটুনার শরধন মালাকারের ছেলে অনিল মালাকার। মডেল থানা সুত্র জানায়, আটককৃত ৪ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মৌলভীবাজারে পুলিশের অভিযানে পলাতক ৪ আসামি আটক
শেয়ার করুন