শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউছুফ আলীর সভাপতিত্বে অলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর আনাম চৌধুরী, আছকির মিয়া, শমশের খান, আবু শহীদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আবু কাউছার লাবলু, জেলা যুবলীগের সদস্য শেখ নোমান, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগ নেতা তহিরুল ইসলাম মিলন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, শহিদুর রহমান শহিদ, আবুল হাসনাত মারুফ, প্রমূখ। এছাড়াও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।