কমলগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ মে) বিকাল সাড়ে চারটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক জাহিদ ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আব্দুল রাজাক, কমলগঞ্জ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক উৎপল সরকার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার।

শেয়ার করুন