মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয়ের অভিযানে ৬টি প্রতিষ্টানকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মে) বড়লেখা উপজেলার বিাভন্ন বাজার ও মার্কেটে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা কায়ালয। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও র্যাব-৯ এর একটি টিমের সহায়তায় বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন স্থানে তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রæতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মেসার্স বাছিত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত সাজু রাজু এন্ড রাতিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আল্লাহর দান ষ্টোরকে ৫ হাজার টাকা, কাঁঠালতলী বাজারে অবস্থিত মেসার্স রেদওয়ান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, ও শাকিল আখন্দ নামের এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে নিউ মিষ্টান্ন ভান্ডারকে ১৪ হাজার টাকাসহ ৬ প্রতিষ্টানকে ৭৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।