মৌলভীবাজারে ডিবি অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক

  • মৌলভীবাজার প্রতিনিধি

    মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে মাদকসহ এক মাদক কারবারি আটক হয়েছে। বুধবার (১৮ মে) বুধবার কিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা সদর উপজেলার চাদঁনীঘাট ইউনিয়নের সোনাপুর এলাকায় কালেঙ্গা সড়কের রহিম পোল্টি ফার্মেও সামনে থেকে মাদক কারবারি মো. ইমন আহমেদ (২০) কে আটক করে। আটক মদক কারবারি ইমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দিগলগজি গ্রামের আব্দুল খালিক মিয়ার ছেলে। এসময় গোয়েন্দা সদস্যরা তাঁর কাছ থেকে ২২পিছ ইয়াবা উদ্ধার করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার একটি টিম ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন