• চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :চরফ্যাসনে বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যানবাজার সংলগ্ন এক প্রবাসীর স্ত্রীর ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে। এঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে শশিভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
  • অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িওয়ালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ও বাজারের কীটনাষক ব্যবসায়ী আইয়ুব আলী বাড়ি ভাড়া নেয়ার অজুহাতে গত সোমবার (১৬মে) রাতে প্রবাসীর স্ত্রী’র ঘরে প্রবেশ করে এবং তাকে কু-প্রস্তাব দিয়ে ধর্ষনের চেষ্টা করে বলে ভূক্তভোগী অভিযোগ করেন। স্থানীয় একাধীক এলাকাবাসী জানান, থানায় অভিযোগ দায়েরের পরপরই ভূক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি ধমকি ও চাপ প্রয়োগ করে এবং পুলিশকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে স্থানীয় প্রভাবশলী মহল। অভিযুক্ত আইয়ুব আলী জানান, ওই নারী তার ঘর ভাড়াটিয়া। ঘর ভাড়ার বিষয় নিয়ে ওই নারীর সঙ্গে বাড়াবাড়ি হলে তার বিরুদ্ধে অহেতুক একটি মিথ্যা অভিযোগ তোলেন প্রবাসীর ওই স্ত্রী। এবং বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সেলিম হাওলাদার সমঝোতা করে দেন বলেও দাবি করেন তিনি। শশীভূষণ থানার ধর্ষন চেষ্টা অভিযোগর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে সমঝোতা হয়েছে বলে শুনেছি। তবে ওই দিন আমি ছুটি ছিলাম। ধর্ষনচেষ্টা ও সমঝোতা প্রসঙ্গে ওসি মিজানুর রহমান বলেন, ভূক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন তবে তিনি যদি তার ফয়সালা পেয়ে যান অথবা কোনো সমঝোতায় যান সেটা তার বিষয়। তবে তিনি যদি চান মামলার মাধ্যমে পুলিশের আইনি সহায়তা তিনি পাবেন। তদন্ত চলমান রয়েছে।
শেয়ার করুন

Leave A Reply