সাইদুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধিঃ

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকা পরিদর্শনে শনিবার সিলেট আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী সরকারি এক  সফরে মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছিলেন। হঠাৎ  ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটের বেশকটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

খবর পেয়ে মন্ত্রী বিভিন্ন দেশের সরকারি সফর সংক্ষিপ্ত করে আজ রাতে মধ্যপ্রচ্যের কাতার থেকে দেশে ফিরবেন এবং শনিবার ( ২১ মে) গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।  বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

 

শেয়ার করুন

Leave A Reply