দোয়ারাবাজারে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খানের উদ্যোগে ত্রাণ বিতরণ

✍️ সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু সালেহীন খানের উদ্যোগে অসহায় বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।

২১ মে (শনিবার) দোয়ারাবাজার উপজেলার সদর ও সুরমা ইউনিয়নের বড়বন্দ, শরীফপুর ও নাসিমপুর এলাকায় অসহায় বন্যার্ত ৭০ টি পরিবারের মধ্যে তার নিজস্ব অর্থায়নে এসব ত্রানসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মাহমুদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি তাজির উদ্দিন, সমাজকর্মী ফিরোজ আহমেদ সহ আরও অনেকে।

আবু সালেহীন বলেন, আমাদের সকলের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা। আজ আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি, আশা করি আমাকে দেখে অন্যান্য সামর্থ্যবানেরা উৎসাহিত হবেন, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসবেন। মানুষ মানুষের জন্য। জয় হোক মানবতার।

 

শেয়ার করুন