শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বিশেষ বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হল হল রুমে বাজেট ঘোষনা করা হয়।
বাজেট ঘোষনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব দ্বিজেন্দ্র লাল দাশের সঞ্চালনায় বাজেট অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। ইউপি সদস্য মোঃ শাহজাহান, মোঃ মারূফ মিয়া, মোঃ লিমন মিয়া,মোঃ মানিক মিয়া, পিয়াস দাশ, মোঃ শফিকুল ইসলাম লিটন, মোঃ মহসিন আহমেদ, মোঃ নুরুল আমিন, মোঃ দুধু মিয়া, সদস্যা মোছাঃ মালেকা বেগম, মোছাঃ ফিরোজা বেগম, মোঃ রীনা বেগম, অফিস সহকারি সুদীপ্তা পাল গৌরী, সুশান্ত কুমার দাশ চয়ন প্রমুখ। সভায় ২০২২-২০২৩ এর বাজেট নিয়ে আলোচনা হয়। বাজেটে সম্ব্যাব্য আয় ধরা হয়েছে এক কোটি ৮৯ লক্ষ ৫২ হাজার ৫১৫ টাকা ও ব্যয় এক কোটি ৮৮ লক্ষ ৮১হাজার ৯৩৫ টাকা শেষে উদ্বৃত ৭০হাজার ৫৮৯ টাকা রেখে বাজেট ঘোষনা করা হয়।

শেয়ার করুন