মৌলভীবাজারের মুনিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুনিয়া নদী থেকে ফজল মিয়া (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার হয়। মৃত ফজল মিয়া ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ফজল মিয়া নিখোঁজ হন। বুধবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন নদী থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাজনগর থানার ওসি মো: নজরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন