মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৫ মে) দুপুর বেলা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ ও বন বিভাগ।
অবমুক্ত করার সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সহ বন বিভাগের সদস্যরা উপস্তিত ছিলেন।
সজল দেব জানান, গতকাল মঙ্ঘলবার রাত ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগরটি শ্রীমঙ্গল পৌর এলাকার শশ্মানঘাট এলাকা থেকে উদ্ধার করেন। সাপটির ওজন ১০কেজি ও লম্বায় ছিলো ৬ ফুট। সজল দেব আরো বলেন, বনে খাবার সংকঠের করণে খাবারের খোঁজে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে এসে ধরা পড়ছে এসব প্রাণী। কোনো কোনো সময় এসব প্রাণী মারা যাচ্ছে ও আহত হচ্ছে।