মৌলভীবাজারের কমলগঞ্জে বিট পুলিশং সভা অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে কমলগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মনু-দলই ভ্যালী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ। সভায় কুরমা, চাম্পারায়, বাঘাছড়া, দলই, পাত্রখোলা, শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর, মাধবপুর চা বাগানসহ ৮টি বাগানের প্রধান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্যানেলের সভাপতি, সম্পাদক, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন