শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুরে হাজী গোলাম মোস্তফা সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুম হাজী গোলাম মোস্তফার কনিষ্ঠ ছেলে লন্ডন প্রবাসী এবাদুল ইসলাম বাদল, কালাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত, ৩নং ওয়ার্ডের সদস্য আওলাদ হোসেন ও ৬ নং ওয়ার্ডের সদস্য মো: লোকমান মিয়া।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী মো: সোনা মিয়া, সাংবাদিক বিকুল চক্রবর্তী, স্থানীয় ব্যবসায়ী মো: মামুনুর রশিদ, মো: সুহান চৌধুরী, ইমরান আহমদ ও পাবেল আহমদসহ কালাপুর গ্রামের বাসিন্দারা।
উল্লেখ্য কালাপুর বাজারের উত্তর পাশে জনবসতি গড়ে উঠে বেশ কয়েক বছর কিন্তু ওই অংশে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিলো না। গ্রামের মানুষ কষ্ট করে অন্যের জমির আল দিয়ে যাতায়াত করতেন। এমতাবস্থায় গ্রামবাসী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম হাজী গোলাম মোস্তফার সন্তানদের কাছে রাস্তার জন্য জমি ছাড়ার আবেদন করেন। তাদের দাবীর প্রেক্ষিতে মরহুম হাজী গোলাম মোস্তফার সন্তানরা জমি ছেড়ে গ্রামবাসীকে চলাচলের রাস্তা দেন। তাদের এই উদারতায় কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব এই রাস্তাটি তাদের পিতা হাজী গোলাম মোস্তফার নামে নামকরণের প্রস্তাব দেন। এই প্রেক্ষিতে বুধবার বিকেলে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব বলেন, রাস্তাটি কাছাকাছি সময়ে ইটসোলিং করে দিবেন। এ সময় লন্ডন প্রবাসী এবাদুল ইসলাম বাদল রাস্তার উন্নয়নের প্রয়োজনে তিনি আরো সহায়তার আশ^াস দেন।