ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭(বালক) ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
অদ্য বুধবার সকালে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টুবাবুর মাঠ) টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
 টুর্ণামেন্টে ছাতক পৌরসভা ফুটবল দল সহ ১৩টি ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করে। দিন ব্যাপী প্রথন রাউন্ডের খেলায় নক আউট পদ্ধতিতে বাঁচাই করা ৭টি দল নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে কোয়াটার, সেমি এবং ফাইন্যাল খেলার মাধ্যমে চ্যাম্পিয়নশীপ নির্ধারন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আবুল হাসনাত, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খছরু প্রমূখ উপস্থিত ছলেন।
খেলা পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু, সহকারী আব্দুস সোবহান ও জুমলাদ মিয়া। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক পাবেল আহমদ।
শেয়ার করুন