এম.মুসলিম চৌধুরী,:
মৌলভীবাজারে পুলিশের চলমান বিশেষ অভিযানে জেলায় ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ১৬ আসামি আটক ও মাদক উদ্ধার হয়েছে। এসময় মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ১৬ আসামি আটক ও ১৫ পিস ইয়াবা ও ২৪ লিটার চোলাই মদ উদ্বার করেছে পুলিশ। মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ চলমান বিশেষ অভিযানে থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত বিশেষ টিম থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর মডেল থানায় ২ জন , শ্রীমঙ্গল থানায় ৫ জন, কুলাউড়া থানায় ৩ জন, বড়লেখা থানায় ২ ও জুড়ী থানার অভিযানে ৪ জনকেসহ মোট ১৬ জনকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, আটক আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।