শ্রীমঙ্গলে বাসার ছাদে অপরুপ কালনাগিনী

এম.মুসলিম চৌধুরী.
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বাসার ছাদের উপর থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌর এলাকার কালিঘাট রোডস্থ জুয়েল কানুর বাসা থেকে কালনাগিনী সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সজল দেব জানান, গত কাল ব্যবসায়ী জুয়েল কানুর বাসায় তৃতীয় তলায় কাপড় শোকাতে দিতে গেলে একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সাপটিকে উদ্ধার করতে ছোটে যান। কিন্তু সাপটি লোকজন দেখে পালিয়ে যায়। এর পর দুই দিন দফায় দফায় চেষ্টা করার পর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিকেলে বন বিভাগের সদস্যদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শেয়ার করুন