সাইদুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধি
এসএসসি ব্যাচ ১৯৮৬ সিলেট বিভাগীয় গ্রুপের উদ্যোগে (২৮মে) শনিবার গোয়াইনঘাট সদর ইউনিয়নের হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গহড়া মাদ্রাসা প্রাঙ্গনে পার্শ্ববর্তী শিমুলতলা, গহড়া, ছোটখেল, হোয়াউড়া, বিন্নাকান্দিসহ স্থানীয় বানবাসী মানুষের মধ্যে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রæপের সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট মোঃ আব্দুল আহাদ। এলাকার সমস্যা তুলেধরে বক্তব্য রাখেন অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারীয়ান এম এ রহিম। ৮৬ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ কোর্টের সিএসআই মুবারক হোসেন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট জুবায়ের বখত জুবের, কন্ঠশিল্পী ডি কে জয়ন্ত, সিলেট জজ কোর্টের এডভোকেট সোহেল আহমদ এবং ওসমানী নগর উপজেলার ৮৬ ব্যাচের সমš^য়কারী ব্যাবসায়ী মামুনুর রশিদ। এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গহড়া গ্রামের মুরব্বি মাষ্টার ইউসুফ জামাল, ছাতাগ্রাম প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বার জসিম উদ্দিন, গহড়া একতা যুব সংঘের সভাপতি আব্দুল খালিক, ডাক্তার উমর আলী প্রমুখ। পরে বন্যা ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয় এবং ভবিষ্যতে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানোনো হয়।