জুড়ীতে পুলিশের অভিযানে জিআর মামলার আসামি আটক

এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার এক আসামি গ্রেফতার হয়েছে।
রবিবার (২৯ মে) জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নির্দেশে এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামি সুমন পালকে গ্রেফতার করেন। সুমন পাল জুড়ী উপজেলার পূর্বহরিরামপুর গ্রামের সঞ্জিত পালের ছেলে। সে দীর্ঘদিন ধরে জিআর ৭৪/১৫ এর আসামি হয়ে পলাতক ছিল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে জিআর মামলার এক আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন