চরফ্যাশনে অনিবন্ধিত ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪টি বন্ধ রাখার নির্দেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে অনিবন্ধিত ব্যাক্তি মালিকানাধীন ৭টি ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া ও নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদীত ৪টি ব্যাক্তি মালিকানাধীন হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল রবিবার বিকেলে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান অভিযান পরিচালনার সময় নিবন্ধনের স্বপক্ষ্যে কোন কাগজ পত্র দেখাতে না পারায় অনিবন্ধিত ৭টি ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেন।

চরফ্যাশন হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ হাসান এসময় তার সঙ্গে ছিলেন। সিলগালাকৃত ডায়গনস্টিক সেন্টারগুলো হলো-চরফ্যাশন সদরের আফিয়া হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার, আদর্শ ডায়গনষ্টিক সেন্টার ও ভোলা চক্ষু সেন্টার , দুলার হাটের পপুলার ডায়গনষ্টিক সেন্টার, আঞ্জুর হাটের আঞ্জুর হাট ডায়গনষ্টিক সেন্টার, দক্ষিণ আইচার ফ্যাশন ডায়গনষ্টিক সেন্টার ও জেনারেল ডায়গনষ্টিক সেন্টার। এছাড়াও নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদনকৃত প্যারাডাইস হাসপাতাল, এসটিএস হাসপাতাল, ইকরা হাসপাতাল ও নাজমা ডায়গনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারী মো. বসরত উল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, কাগজ পত্র দেখাতে না পারায় অনিবন্ধিত ৭টি ডায়গনষ্টিক সেন্টার সিলগাল করে দেয়া হয়েছে। নিবন্ধনের জন্য আবেদনকৃত ৪ হাসপাতাল কর্তৃপক্ষকে সনদ না পাওয়া পর্যন্ত দাপ্তরিক কাজ সহ রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নিবন্ধনকৃত যে সকল ডায়গনষ্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তির্ন হয়েছে তাদেরকে দূরত লাইসেন্স নবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন