চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে কোভিড-১৯ প্রতিরোধে অবহিত করণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ইউনিসেফ এর অর্থয়ায়নে ও দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে এ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, শতভাগ কোভিড ভ্যাকসিন বাস্তবায়ন করতে হলে ব্যাপক প্রচার প্রচারনার দরকার। সাধারন মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সচেতন করে তুলতে হবে। যাতে শতভাগ মানুষ কোভিড ভ্যাকসিনের আওতায় আসে। এছাড়াও করোনা সংক্রমন মোকাবিলায় ভ্যাকসিন প্রয়োগের সুফল সর্ম্পকে ধারনা দেয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাহিদ হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম। দি হাঙ্গার প্রজেক্টের জেলা সম্বনয়কারী আশরাফ উদ্দিন মামুন প্রমুখ। এছাড়াও সাংবাদিক, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।