মৌলভীবাজারে অবৈধ ১৫০ স্থাপনা ভেঙে ৬একর সরকারি জমি উদ্ধার

এম.মুসলিম চৌধুরী,
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবৈধ ১৫০টি স্থাপনা ভেঙে সরকারি ৬একর জমি উদ্ধার করেছে প্রশাসন।
সোমবার (৩০ মে) সকালে জেলার সদর উপজেলার শেরপুর এবং সরকার বাজার এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা ভেঙে দখলদারদের উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মরি নাহিদ আহসান জানান, সরকারি জমির উপর স্থাপনা গড়ে অবৈধভাবে দখল করে আসছিল দকলদাররা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সরকারি ৬একর জমি উদ্ধার হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

শেয়ার করুন