শ্রীমঙ্গলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

এম.মুসলিম চৌধুরী,
মৌলভীবাজারের শ্রীমলে এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়, ”Tobocco: Threat to our enbironment” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ তামাক মুক্ত দিবস উপলক্ষে আালোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
সহকারি কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথী সিংহের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার অসীম কর, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ বর্ধন, প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদিক, সাংবাদিক মামুন আহমেদ প্রমূখ

শেয়ার করুন