এম.মুসলিম চৌধুরী,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলা কনফরেন্স রোমে শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে আয়োজনে এ সভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার ও পরিবল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সভায় ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত সারা উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে।