এম.মুসলিম চৌধুরী :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২য় জাতীয় চা দিবস উপলক্ষে আলোচনা সভা, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ জুন) দুপুরে ”শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় চা দিবস উদযাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জাতীয় চা দিবস ২০২২ এর প্রতিপাদ্য ”সংকল্প সমৃদ্ধ চা শিল্প” সামনে রেখে অনুষ্টােেনর সঞ্চালনা করেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীমঙ্গলস্থ চা নিলাম কেন্দ্রের সাধারণ সম্পাদক জহর তরফদার। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) সন্দীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, রাজঘাট ইউপি চেয়ারম্যন বিজয় বুনার্জি, বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আজিজ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, জেরিন চা বাগানের মহাব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, সমাজসেবা অফিসার সোয়েব আহমেদ চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন চা বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।