চাঞ্চল্যকর মহিন্দ্র মালাকার হত্যার মূল আসামি র‌্যাবের হাতে আটক

এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত র‌্যাব-৯ ক্যাম্পের একটি টিমের অভিযানে চাঞ্চল্যকর মহিন্দ্র মালাকার হত্যার মূল আসামি মধু মিয়া (৩৫) আটক হয়েছে। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার সদর উপজেলার বড় বহুলা এলাকা থেকে টাঞ্চল্যকর মহিন্দ্র মালাকার হত্যার মূল আসামি মধু মিয়া র‌্যাব সদস্যদের হাতে আটক হয়। র‌্যাব-৯ সুত্র জানায়, আটক মধু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার নেতৃত্বে এই হত্যাকান্ড সংঘটিত হয়। হত্যার কারণ হিসেবে মধু মিয়া জানায় এক যুবতীকে ভোগ করার জন্য কে কার আগে যৌন কাজে লিপ্ত হবে এই নিয়ে মৃত মহিন্দ্র মালাকারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দ্বারা মাথায় ও শরীরে আঘাত করে। পরবতীতে মহিন্দ্র মালাকারের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে পালিয়ে যায়। এর পর গত ৩ অক্টোরর ২০১ তারিখ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরি ইউপিস্থ খোয়াই নদীর পূর্ব পারে যমুনাঘাট নামক স্থানে খোয়াই নদীর পাড়ে মৃত মহিন্দ্র মালাকারের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এরপর মহিন্দ্র মালাকারের পিতা মনোরঞ্জন মালাকার চুনারুঘাট থানায় মামলা নং-০৫ তারিখ ০৪ অক্টোবর ২০১৮, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ মূলে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৩ বছর পরেও এই হত্যা কান্ডের কোন রহস্য উদঘাটন করা সম্ভব না হলে র‌্যাব-৯ সিলেট এর শ্রীমঙ্গল ক্যাম্প কর্তৃক মামলাটি ছায়া তদন্তে হত্যা কান্ডের মূল হোতা মধু মিয়া (৩৫), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-বড় বহুলা, থানা-সদর, জেলা-হবিগঞ্জকে চিহ্নিত করতঃ গোপন সাংবাদের ভিত্তিতে আটক করতে সক্ষম হয়।

শেয়ার করুন