শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার (৫ জুন) সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল ভুড়ভুড়িয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।
এবং ভাড়াউড়া চা বাগের লেকে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিবাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিটুন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ভাড়াউড়া ভেলীর ডিজি এম শিবলী আহমেদ, ভুড়ভুড়িয়া চা বাগানের প্রধান শিক্ষক সবিতা রাণী দে ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশ’টিরও বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’।

শেয়ার করুন