বিশ্ব পরিবেশ দিবসে শ্রীমঙ্গল টিআইবি’র মানববন্ধন

এম.মুসলিম চৌধুরী:
‘‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ’’ ‘‘চাই আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশ’’ এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল চৌমহনা চত্ত¡রে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাক শ্রীমঙ্গল সভাপতি শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে ও টিআইবি এরিয়া কোÑঅডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সানক সদস্য শিক্ষক অয়ন চৌধুরী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সমাজকর্মী নিতেশ সুত্রধর, সংবাদকর্মী এস কে দাশ সুমন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা র্দণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি ও সনাক সদস্য সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম, পরিমল সিং বাড়াইক, এনজিও সংগঠন এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলমসহ সনাক, ইয়েস সদস্য, সংবাদকর্মী ও সুশীল সমাজের বিভিন্নস্তরের লোকজন।

শেয়ার করুন