শ্রীমঙ্গলে চতুর্থ নিলামে ৮ কোটি টাকার চা বিক্রি | সর্বোচ্চ দর কর্ণফুলীর চা।

নিজস্ব প্রতিবেদক(মৌলভীবাজার) ::

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে চলতি অর্থবছরের চতুর্থ চা নিলামে প্রায় ৮ কোটি টাকার চা বিক্রি হয়েছে। বুধবার শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এই চা নিলাম সম্পন্ন হয়। চা নিলামে সারাদেশের শতাধিক ব্যবসায়ী অংশ নেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চতুর্থ নিলামে ১১টি ব্রোকার হাউসের মাধ্যমে ৩০টি চা বাগানের মোট ৩ লাখ ৪৬ হাজার ১০০ কেজি চা নিলামে তোলা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা। এই বাগানের প্রতি কেজি চা বিক্রি হয় ২৬১ টাকা কেজি দরে।

শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানিয়েছেন, শ্রীমঙ্গলের ৪টি ব্রোকার হাউসের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার কেজি চা নিলামে তোলা হয়। এছাড়া চট্টগ্রামের ৭টি ব্রোকার হাউসের মাধ্যমে ১ লাখ ৭১ হাজার ১০০ কেজি চা নিলামে তোলা হয়। চলতি নিলামে সম্পূর্ণ চা বিক্রি হয়েছে।

(জালালাবাদবার্তা/৯জুন)

শেয়ার করুন