জালালাবাদবার্তা.কম ডেস্ক
মৌলভীবাজারের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার ঘটনার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ জুন) রাতে এ ব্যাপারে কুলাউড়া থানায় স্কুল ছাত্রীর মা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তোলে দেয়। আটক কৃতদেরা হলেন বড়লেখা উপজেলার শাহিন আহমদ (২৪), তোফাজ্জল হক (২৪) এবং মো. হোসেন (২৬)। মামলা সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বানিন্দা ১২ ও ১৪ বছরের মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া দুই ছাত্রীকে গতকাল (১১ জুন) দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা শেষে তারা হেঁটে বাড়ি ফিরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা তিন যুবক তাদের জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছে জঙ্গলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকেরা দ্রæত তাদের আবারও অটোরিকশায় তুলে সেখান থেকে চলে যান। বিকেলে ছাত্রীদের বাড়ির কাছে গিয়ে গাড়ি থেকে নামানোর সময় তারা জোরে চিৎকার শরু করে। পরে এলাকার লোকজন ধাওয়া করে ওই তিন যুবককে আটক করে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আটক যুবকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে এক ছাত্রীর মা বাদী হয়ে তিন যুবককে আসামি করে মামলা করেন। এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, আটক যুবকদের ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।