মো. কাওছার ইকবাল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলতে সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৪ জুন) বেলা ১১টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মামুদ মিঠুনের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম উর রশীদ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম প্রমূখ। এছাড়া এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কর্মপরিকল্পনার চক প্রনয়ণ করে আলাদা আলাদা উপস্থাপন করা হয়।
বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে গণ-সচেতনতার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সরকার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।