বড়লেখা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আঠক

এম.মুসলিম চৌধুরী

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ এর নেতৃত্বে নারী পুলিশসহ পুলিশের একটি টিম বড়লেখার খাদ্য গুদামের পাশে বরইগ্রাম রেল কলোনিতে অভিযান চালিয়ে নারী মাদক কারবারি শামীমা বেগমকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২০০পিছ ইয়াবা ও মাদক বিক্রির ২হাজার ৭২০টাকা উদ্ধার করে পুলিশ। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন