জালালাবাদবার্তা.কম ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভানে আরেকটি এসে ধাক্কা দেয়। এ ঘটনায় কার্ভাভ্যানের এক চালক নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে হাবিব মার্কেটের সামনে পণ্য আনলোড করতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে চা পাতা বহনকারী দ্রæতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন দিকে ধাক্কা দেন। এতে দ্রæতগামী কাভার্ডভ্যানের চালক মো. লোক¤œ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে কাভার্ডভ্যানের দরজা কেটে চালক লোকমান মিয়ার মৃতদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন। শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে চালক লোকমান কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক লোকমানের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।