ক্ষুদ্র নৃগোষ্টী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলার সদর উপজেলায় শব্দকর ও বেদে জনগোষ্টীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃগোষ্টীর ছাত্র-ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় শব্দকর ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ উপকারভোগীগণ।

শেয়ার করুন