নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে নির্বাচনী সামগ্রী। সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। কিন্তু রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন থেকে চিঠি এলো। ভোট শুরু হওয়ার সাড়ে ১১ ঘণ্টা আগে স্থগিত হয়ে গেলো টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন।
এর আগে, দুপুরে একই উপজেলার হেমনগর এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া গত রোববার মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়। ফলে নবম ধাপে টাঙ্গাইলের ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বুধবার (১৫ জুন) ভোটগ্রহণের কথা থাকলেও চারটিতে হচ্ছে না। বাকি ১৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
একই কারণে দুপুরে গোপালপুরের হেমনগর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়াও ভোটার তালিকা নিয়ে কিছু জটিলতা থাকায় মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন এবং আ.লীগের এক নেতা ‘নৌকায় যারা ভোট দেবেন না তাদের কেন্দ্রে আসতে নিষেধ করে’ বক্তৃতা ও হুমকি দেওয়ায় নির্বাচন কমিশন অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার স্থগিত করে।