এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১০ জুয়াড়ী আটক আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) জেলা গোয়েন্দা শাখার এসআই রূপক কর্মকার সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানার ১নং রহিমপুর ইউনিয়নের পূর্ব-দক্ষিন কালেঙ্গা গ্রামের ছায়েদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জন জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় জুয়া খেলার সরমঞ্জাম তিন বান্ডিল তাস ও নগদ ৪ হাজার ৩৩০টাকা জব্দ করেন ডিবি সদস্যরা।
আটককৃতরা হলেন সিরাজ মিয়ার ছেলে ছায়েদ মিয়া, মোহন মিয়ার ছেলে সিরাজ মিয়া, মকসেদ আলীর ছেলে মানিক মিয়া, তাজু মিয়ার ছেলে শফিক মিয়া, মঞ্জু মিয়ার ছেলে মোসাহিদ মিয়া, আব্দুল বারেকের ছেলে বাদশা মিয়া, তৈয়ব আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া, ওয়াজ আলীর ছেলে শাহিন মিয়া, ছাহের উদ্দিনের ছেলে হামিদ মিয়া ও মমতাজ উল্লাহের ছেলে আব্দুল আহাদ। এরা সবাই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা যায়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।