এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রতি অতিবর্ষণ এবং পাহাড়ী ঢলের কারণে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মহিষমারা গ্রাম এলাকায় প্রবাহিত ফানাই নদী রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙ্গে প্রামে পানি ডোকতে শুরু করেছে। নদী রক্ষাবাধঁ ভাঙ্গার খবর পেয়ে শনিবার (১৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে বাধেঁর ভাঙ্গা অংশ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরিদর্শনকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ১৩নং কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধিসহ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও জরুরী ভিত্তিতে নদী রক্ষাবাঁধের ভেঙ্গে যাওয়া অংশ মেরাারত কাজ শুরু করা হয়েছে। এসময় জেলা প্রশাসক জনসাধারণকে আতংকিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন।