এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (২০ জুন) রাতে জেলার রাজনগর উপজেলার টেংরাবাজারের ইলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে। আটক মাদক কারবারির নাম শিপাউর রহমান শিপন। সে কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে লিল মিয়ার ছেলে। এসময় ডিবি সদস্যরা মাদক কারবারি শিপনের কাছ থেকে ৫০পিছ ইয়াবা উদ্ধার করে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, মাদক কারবারি শিপন পেশাদার মাদক কারবারি সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।