ষ্টাফ রিপোর্টার:
সিলেট এবং সুনামগঞ্জ জেলা যখন বন্যায় প্লাবিত, একই সাথে মৌলভীবাজারের কুলাউড়ায় গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুলাউড়ার নিম্নাঞ্চল সহ অধিকাংশ এলাকা বন্যার পানিতে ভয়াবহ রুপ ধারন করছে। হাকালুকি হাওর, ফানাই, গোগালী নদীতে বন্যার পানি সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত বাড়ছে।
এরই মধ্যে নাড়ির টানে কুলাউড়া উপজেলার বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার জনাব মোহাম্মদ আবু জাফর রাজু। গত ২০ জুন বিকালে তিনি ঢাকা থেকে সড়ক পথে এসেই সরাসরি কুলাউড়া উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সোমবার ঢাকা থেকে কুলাউড়ায় এসেই ব্রাহ্মণবাজার ইউনিয়ের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন। এছাড়াও এদিন রাউৎগাও ইউনিয়ন, কুলাউড়া সদর ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভায় শুকনো খাবার, ত্রান সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার সকালে ভূকশিমইল ইউনিয়নের, ৮নং ও ৯নং ওয়ার্ডের কোরবানপুর, নাসিরপুর, উত্তর-সাদিপুর, দক্ষিণ-সাদিপুর সহ ঘাটের বাজারে শেড-ঘরে আশ্রয়-কেন্দ্রে দুপুরের খাবার বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী’র প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।
এ সময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সব সময় বন্যার্ত মানুষের পাশে আছেন। ধারাবাহিক ভাবে ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করবেন। তিনি কুলাউড়া উপজেলার বন্যার্ত মানুষের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সালেক আহমেদ, কুলাউড়া উপজেলার ভূমি অফিসার মেহদী হাসান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ, স্বেচ্ছাসেবক-লীগ, ছাত্রলীগ, সহ স্কাউট সদস্যরা।