জালালাবাদবার্তা.কম ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি চা মৌসুমের ৫ম নিলাম অনুষ্টিত হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে চা নিলাম শুরু হয়। নিলামে বিভিন্ন চা বাগানের দুই লক্ষ ৫ হাজার ৯৭২.১৫ কেজি চা পাতা বিক্রী হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা। নিলামে ৫টি ব্রোকারস হাউজ অংশ নেয়। অংশগ্রহনকারী প্রায় ৫৩টি বাগানের মধ্যে সিটি গ্রুপের চা সর্বোচ্চ ধরে বিক্রি হয়। এবারের নিলামে চট্রগ্রামের কোনও ব্রোকার হাউজ অংশ নেয়নি। তারা প্রতি দুই মাস অন্তর শ্রীমঙ্গলে নিলামে অংশ গ্রহন করে।
শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি বছরের ৫ম নিলাম অনুষ্টিত
শেয়ার করুন