এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে আসা বিষধর সাপের কামড়ে এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগে বন্যার পানিতে কুলাউড়া উপজেলায় এক যুবক ও জুড়ী উপজেলায় এক যুবক বিষাক্ত সাপের কামড়ে মারা যায়।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাফলা ইউনিয়নের পদুনাপুর গ্রামে বন্যার পানিতে বিষধর একটি সাপ ইমরান আহমদ (১৮) নামের এক তরুণকে কামড় দেয়। পরে ইমরানকে স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ২৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রুগীর ভ্যাকসিন না পাওয়ায়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোরে সাপে কাটা ইমরান আহমদের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ মৌলভীবাজার সদর হাসপাতালে সময়মতো সাপের ভ্যাকসিন না না দেওয়ায় তার মৃত্যু হয়েছে। এব্যাপাওে জানতে চাইলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুমায়ূন কবির জানান, হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন আছে। বিষাক্ত সাপ নিশ্চিত না করে যদি বিষাক্ত সাপের ভ্যাকসিন দেয়া হয়। রুগী ভ্যাকসিনের প্রভাবে মারা যাবে। তাই কি সাপে কামড়েছে নিশ্চিত না হওয়ায় ভ্যাকসিন দেওয়া হয়নি।
মৌলভীবাজারে সাপের কামড়ে তরুণের মত্যু
শেয়ার করুন